রবিবার, ২১ জুন, ২০১৫

সেকথা তুমি জানতে ধরো ...


দুপুরের রোদটা নেমে এলেই ভিড় জমে ওঠে এখানে বাসের নিত্যযাত্রীবাদামওয়ালাপাবলিক ওয়াশরুমের লোকজন বাদেও আরও প্রচুর মানুষের ঢের আনাগোনা প্রেমিকযুগল এবং ইতিউতি বেকারআড্ডাপ্রিয় জনতা সংখ্যায় বেশি একটা বাসস্ট্যান্ড জুড়ে এরকম মিলনক্ষেত্র আগে দেখিনি ! বর্ষা ঢুকেছে শহরে সদ্য বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাস শেষে বিড়ি ফুঁকতে ফুঁকতে কতগুলো বছর কেমন কেটে গেল এখন স্কুলের পরীক্ষার মরশুম শেষ এ’কমাস টিউশান বন্ধ তাই মন্দার বাজার স্টাফ ক্যান্টিনে বাকির চেহারা তিন অঙ্কে তরতর করে বাড়ছে ইস্ক্রা পঞ্চান্ন টাকা , মাশ্রুর দুশো ছল্লিশ , আইডিয়াল মোমো কর্নারে একশ ষাট , তিরুমল গতসেমের দেড়হাজার , কোরক সেকেন্ড ইয়ারের  বারশ  ! আর ভাবা যাচ্ছেনা ! এইবার একটা পার্টটাইম কিছু না-দেখলেই নয় বাড়ি থেকে পাঠানো টাকা দিনদিন কমছে গ্রেড পয়েন্টের মত মাঝে মাঝে স্বপ্নে পাওনাদারেরা আসে কেউ থারমো’র প্রফেসর হয়ে , কেউ  কেম-রিঅ্যাকশানের প্রফেসর হয়ে কিংবা যে-লোকটা ফাই-কেমের ল্যাব অ্যাসিস্ট্যান্ট সে আসে হাতে গ্রেড কার্ড  নিয়ে ; কাজিরাঙ্গার সবচেয়ে ধূর্ত শেয়ালের মত মুখ করে সিএইছচ-থ্রি ফাঁকা রুমে একলা আমার মুখোমুখি বসে বলে হয় ধার মেটাও নাহলে এই-সেমে আরও দুটো সাপ্লি এক্সট্রা ; স্ট্যান্ডার্ড ! তিননাম্বারে বাচ্চার দোকান এড়িয়ে পথচলার মরশুম এটা ; সিগারেটের বাকি এখনো মেটানো হয়নি মেসের প্রত্যেকেই দেউলিয়া চারটে ধার-সন্ধানী প্রাণী একঘরে থাকলে যা হয় ; তাদের সব্বার হাল আমার মতনই আলু সেদ্ধ করে পাঁচফোড়নে ভেজে ওপরে ভাপা সবুজ বরবটি ছড়িয়ে দিব্যিইতালিয়ান খাবার’ নাম দিয়ে সহজেই মুখ বুজে খাওয়া যায় এইবেলা ফাঁকা পকেটে কেমন করে যে চলে অর্ধেক মাস ; কে যে স্পন্সর করে , চারটে ব্যাঙ্করাপ্ট বুঝে ওঠেনা কখনই ; তবে জালিইতালিয়ান’ , ‘ফ্রেঞ্চ’ , ‘মাদাগাস্কারের’ ডিশ নাম করে তিনটাকার বাটার দেয়া কল্মি সেদ্ধ , পেঁপের স্টু , মুলোর সালাদ অথবা পটলের সুড়সুড়ি ভাজায় হাফ পাউন্ড এক পাউন্ড রুটি বেশ চলে যায় ! তারপর মাস শুরু হলে অথেন্তিক বাঙালি খানাপিনা চলে আর ধার মেটানো সাথে গোটা মাসের গল্পটা শেষ তিনবছরের মত যেন তিরুমলের , মাশ্রুর , কিস্কু , তাতাইয়ের কিছু ওড়ার গল্প খেলার মাঠ , সিঈটি , আশীর্বাদ আর ঝিলের ধার ; আরও কতক দেয়ালে , অনেকগুলো বন্ধু মিলে রাতজাগা অনেকগুলো রাত্তিরের হলুদ আলোর এক দুই তিন চারে , সিএল মোড়ে চলন্তিকায় ; গল্প লিখে শেষ করা যায়না এমন সব গল্পে ; খুবতারও বেশি দ্রুত ,তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া সময়ের সাথে সাথে    সেদিন মিছিলে আরেকটা মুখ ; পুরাতন জামা , জিন্সের ইতিহাসের চেয়েও প্রাগৈতিহাসিক রঙহীন প্যান্ট পড়া যুবক গলা ফাটিয়ে চেঁচিয়ে , পৃথিবীর আর সমস্ত পাওয়া না-পাওয়ার কথা ভুলে স্লোগান ওঠালে বুকটা ছ্যাঁত করে ওঠে ! এসসি মল্লিক রোডের মাঝে ভনিতা করে টাঙ্গানো লাল পতাকার সারি , লেলিনের মূর্তিকারো কিসসু আসে যায়না বিপ্লব’দা ; বিপ্লব’দার অনুবাদ, তার লেখায় অনেকটা ইউরোপলাতিন আমেরিকা ঘোরা হয়ে যায়আরও কত নিজের চেনা-অচেনা গলিঘুপচি মুক্তমানুষ কম দেখেছি ; যদি সত্যিকারের মাথাউঁচু করে বাঁচা , দাসত্ব না করে বাঁচা বড় স্পর্ধা হয় , আমি সেই মিছিলের মুখ আর পৃথিবীর বিপ্লব নায়ক হতে চাই ! অঙ্গন প্যারিসে , ঘন্টু ম্যানেজার হয়ে যাবে , আর যারা স্টার্ট আপের প্ল্যান বুনছে তারাও অনেকদুরসমুদ্দুরপাড় আইডিয়াল মোমো কর্নারের মালিক , তারপর ওপারে তেলেভাজার দোকানি , নচিকেতা টি-স্টলের দাদা , ধোসার দোকানের মহিলা , মশলামুড়ির দোকানদার , কাঠের কারিগরবড় সড়কের চায়ের দোকান , তেলেভাজার ভিড়ের রেগুলার লোকেরা প্রত্যেকে যারা এক একটা মৃত স্বপ্নের জীবাশ্ম বয়ে চলছে ; যাদের কিছু চাওয়া আছে , না-পাওয়া তারও ঢের বেশি অথচ তারা সুন্দর হাসতে জানে , কাঁদতেও ; পৃথিবীর গাঢ়তম অন্ধকারের সন্ধ্যেয় তারাই দুধারে ফুটপাথ আলোকিত করে রোজ মরে গিয়ে আবার বেঁচে ওঠে ; একটা মৃত্যুর বীজ থেকে আরেকটা দোকানি , আরেকটা মুটেমজুর, আরেকটা কর্মহীন বেকার বৃদ্ধ- মাঝবয়স্ক ঘুম ভেঙ্গে আবার বেঁচে ওঠেদুর্বার আকাঙ্ক্ষায় ! শনিবারে দু’নাম্বার গেট বন্ধ হওয়ার আগেই সিএল চলন্তিকা , ব্লু-আরথের সামনের কৃষ্ণচূড়ার আভিন্যু পাড় করে সিইটি ছাড়িয়ে রাস্তায় উঠবো আসমা পারভীন , তাকে পাঠানো আরেকটা নিরুত্তর মেসেজের জন্য অপেক্ষা করবনা একটুও ; “ গন্তব্য আমি জানিনা আমার , তুমি জাননা আমারও ; তুমি, যাকে ভালবাসা যেতে পারতো , সেকথা তুমি জানতে ধরো ...

ছুটতে ছুটতে কোনওমতে শেষ উত্তরগামী ট্রেনে চেপে ঘরমুখো হব ; আর কক্ষনো ফিরবনা জেনে এইখানে জুলাই মাসের সন্ধ্যেবেলা আশুরগড়ের ঝিলে ব্যাং ডাকবে ; আমি কাদার রাস্তা ভাঙতে ভাঙতে শামিলারবসতের ধঞ্চেগাছের ক্ষেত পেরবো , আমন ধানের জলে শ্যাওলার গন্ধ নাকে আসবে বরশাতি বুনো মাধবিলতার ঘ্রাণে বিতলটারির আমবাগানে কালো অন্ধকারে নীল জোনাকির জঙ্গল ঠেলে ঘরে ফিরব সেদিন রাঙ্গাপিসি জিজ্ঞেস করবেনা চাকরি পেলুম কিনা বাবা মার্কসীট দেখতে চাইবেনা ; মা তার দোতলা বাড়ির স্বপ্ন ভুলে যাবে পাটপচা পুকুরের গন্ধ সুমধুর হবে বিটলটারির আকাশে সেদিন সুন্দর কালপুরুষ ; তার চেয়েও সুন্দরতর ঝিঁ ঝিঁ ডাকবে !     


-    সেইসব বন্ধুদের , যাদের ছাড়া কলকাতা জনহীন মনে হয় ।