মঙ্গলবার, ১০ মে, ২০১৬

আসলে যুদ্ধটা কার সাথে ?


পৃথিবীতে মর্গের মত শীতল বিকেলবেলা
কে এসে দাঁড়ায় অচিন নদীর ধারে
পৃথিবীতে মৃত্যুর মতন কথাভাষাহীন স্থির চোখে কে বসে আছে 
কে বসে আছে রূপবিলাসী ধানক্ষেতের 'পরে 
হেমন্তের দিনে আমি আর কোনো জলফড়িঙ্গের পেছনে ছুটবনা 
অনেক দশক শেষে ঠিক ভুলে যাব খাপু পাখির গান 
সেই কবেকার প্রস্তর যুগের মতন পুরনো শালী ধানের হাওয়া 
রাঙামাটি - ভবেশেরডাঙ্গা , আমরা এক নদী থেকে আরেক নদী পেরিয়েছি 
এক মাঝির গল্প থেকে আরেক মাঝির গল্পের চরিত্রেরা ধানঝাড়া বিকেলে আমাদের সাথে এসে 
দুদন্ড শীতবিকেলের গল্পের খাপ খুলেছে। 
এক শহর থেকে আরেক শহর , সুরাইয়া - মারিয়ানা।  মহিকানের গল্প শুনেছ কখনো ? তাদের লড়ে লড়ে হেরে যাওয়ার গল্প অথবা জিতে যাওয়ার গল্প। নিউ ইংলান্ডে অথবা ওখলাহামায় ইন্ডিয়ানদের শেষ স্বাধীনতার যুদ্ধ ইতিহাস কখনো মনে রাখেনা ! তোমার আমারও গল্প বিভীষিকার স্রোতের মত মিলিয়ে যাবে।  তফাৎ শুধু একটাই , আমরা কখনও জানবনা - শালী ধান কিকরে হারিয়ে যায় ; কিকরে গ্রামের পর গ্রাম উধাও হয় ; হয়তো নির্বাক কোনো প্রশ্নের উত্তরে এতটা অনুভূতিও হবেনা যে আসলে যুদ্ধটা কার সাথে। আমি আরেকটা পকাহন্তাস-এর রুপকথা চাইনা , হাডসন নদী নিয়ে কোনো কবিতা লেখা হলে মৃত মহিকান যোদ্ধার রক্ত দেখতে পাব শুধু ; যেখানে যেখানে আসামের চা নিলাম হবে পৃথিবীজুড়ে , জানব মানুষের রক্ত নিলাম হয়েছে বাজারে। বস্তারে কেউ ঝুমে আগুন দিলে গানপাউডার পোড়ার গন্ধ আসবে , টাঁড়বোড়ার থান ভেঙ্গে ভেঙ্গে ডাইনামাইট পাহাড় ফাটালে কেউ যদি গুম হয়ে যাওয়া গোন্দ খ্রিস্টান ইমানুয়েলকে খুঁজতে বেরোয় , জেনো তার লাশের খবর একজনই জানে।যদি নির্বাক কোনো প্রশ্নের উত্তরে এতটা অনুভূতিও নাহয় যে আসলে যুদ্ধটা কার সাথে , জেনো তার লাশের খবর একজনই জানে ! উদ্বাস্তু শ্রমিকেরা ঝকঝকে শহরে যদি নিজের দেশ খুঁজতে বেরোয় কোনো মাঝরাতে , জেনো তার হারানো গ্রামের গল্প , হারানো শালী ধানের ঘ্রাণ আর শুকিয়ে যাওয়া নদীটা সেই একজন বেচে দিয়েছে ; সেই একজনই  চুরি করেছে তেন্দুপাতার বন - শালকুসুমের গন্ধভারাক্রান্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর উপত্যকা - মানুষের চিরকালীন গল্প ।

রবিবার, ৮ মে, ২০১৬

তোমাকে বলছি , তৈরী হও !

এমনো কোনো 'বিষাদের' দিনে , কোনো 'ভয়াক্রান্ত বিভীষিকার সপ্তাহ - মাসভর' তুমি জানবে কিকরে 'ত্রস্ত' মানুষের চোখ চকচক করে ওঠে ; কিকরে 'লুকিয়ে থাকা মানুষেরা' দল বেঁধে নেমে আসে চিরকালীন অসমসাহসিকতায় কিকরে বুক টানটান করে স্বপ্নদিনের গান গায় !
এমনও কোনো নিয়মহীনতার দিনে পৃথিবীতে সবচেয়ে 'দুর্বল'  মানুষেরা তাদের সর্বজীবনের সঞ্চিত শ্লাঘাবোধ নিয়ে তোমার পথ আটকাবে , প্রশ্ন করবে তোমায় , তার সারাজীবন সয়ে সয়ে আসা সমস্ত নির্বিচারের আর শোষণের কৈফিয়ৎ চাইবে। 
এমনও কোনো সন্ত্রাসের শতাব্দিতে মানুষেরা জানবে কিকরে ওখ্লাহামার শেষ ইন্ডিয়ান যোদ্ধা লড়ে গিয়েছিল , 
কিকরে আলজিরিয়ার বিপ্লবীরা বুলেটের আর মৃত্যুর ভয় কাটিয়ে পথে নেমেছিল বাঁধনহীন দিনে ; 
পৃথিবীতে অন্ধকার নেমে এলে কিকরে গুটিকয় সহযোদ্ধা ফ্রাঙ্কোর সৈনিকের পথ আটকে প্রতিরোধের ইতিহাস গড়েছিল কিকরে মৃত্যুভয়হীন রাত্রি জেগেছিল মাদ্রিদ , ফ্যাসিস্টদের চোখের ওপর চোখ রেখে - মৃত্যুভয়হীন !
এইসব মৃত্যুর পর মৃত্যু নিয়ে অবিচল মাটি মহান হয়ে থাকে আর  ফ্যাসিস্টরা বারবার পৃথিবীতে আসে সংগ্রামী সাহসী মানুষের ক্ষমতা যুঝে নিতে শুধু। 
যারা সুন্দর ফুল ভালবাসে , যারা পৃথিবীতে জন্মের মত সুন্দর সদ্যজাতের চোখে মুক্তির স্বপ্ন দেখে , বিভীষিকার দিনে যারা স্বপ্নদিনের গান গায় , সেইসব মানুষেরা দুর্বল নয় , দুর্বল হতে পারেনা !