রবিবার, ১২ জুন, ২০১৬

সুরাইয়া , তোমার বেহেশতের খবর আমি জানিনা


পৃথিবীতে কিছুই  নেই এমন আর  
শান্তি দেবে বলে  খুঁজে ফেরা  যাবে  সন্ধ্যেগুলোয় 
তামাটে রঙের কোনো অচীন খামের ভেতর 
চিরুনীর  আঁচড়ে ছিঁড়ে যাওয়া চুল খুঁজে পাওয়া মুশকিল হবে 
সব জেনে পৌষের  ঝরে যাওয়া শিশিরের মতন গায়ে সয়ে 
তবুও নাহয় এইখানে রাজপথে এসে পাশে দাঁড়াও

সমস্ত ব্যর্থ প্রতিশ্রুতির মতন গভীর আক্রোশে 
আরেকবার উল্টোদিকের সবকিছু নাকচ করব 
শীতমৌরীর  ছটাকের মত উদবেল হয়ে গ্রীবাদেশ
সমস্ত শরীর জুড়ে ভানহীন একটা দিন চাই শুধু  ;
সুরাইয়া , তোমার বেহেশতের খবর আমি জানিনা সত্যি ,
এইবারে জুয়া খেলে বাজি ধরতে রাজী আলবাত্
যারা ওপথে গেছে ভাঙ্গা মেলা শেষে ,
তাদেরও খোঁজ নেব  ভরাবেলা মৃত্যুদিনের মতন বাঁচতে চাইব 
সুরাইয়া , আমি আরেকবার উল্টোদিকের সবকিছু নাকচ করব 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন