রবিবার, ৮ মে, ২০১৬

তোমাকে বলছি , তৈরী হও !

এমনো কোনো 'বিষাদের' দিনে , কোনো 'ভয়াক্রান্ত বিভীষিকার সপ্তাহ - মাসভর' তুমি জানবে কিকরে 'ত্রস্ত' মানুষের চোখ চকচক করে ওঠে ; কিকরে 'লুকিয়ে থাকা মানুষেরা' দল বেঁধে নেমে আসে চিরকালীন অসমসাহসিকতায় কিকরে বুক টানটান করে স্বপ্নদিনের গান গায় !
এমনও কোনো নিয়মহীনতার দিনে পৃথিবীতে সবচেয়ে 'দুর্বল'  মানুষেরা তাদের সর্বজীবনের সঞ্চিত শ্লাঘাবোধ নিয়ে তোমার পথ আটকাবে , প্রশ্ন করবে তোমায় , তার সারাজীবন সয়ে সয়ে আসা সমস্ত নির্বিচারের আর শোষণের কৈফিয়ৎ চাইবে। 
এমনও কোনো সন্ত্রাসের শতাব্দিতে মানুষেরা জানবে কিকরে ওখ্লাহামার শেষ ইন্ডিয়ান যোদ্ধা লড়ে গিয়েছিল , 
কিকরে আলজিরিয়ার বিপ্লবীরা বুলেটের আর মৃত্যুর ভয় কাটিয়ে পথে নেমেছিল বাঁধনহীন দিনে ; 
পৃথিবীতে অন্ধকার নেমে এলে কিকরে গুটিকয় সহযোদ্ধা ফ্রাঙ্কোর সৈনিকের পথ আটকে প্রতিরোধের ইতিহাস গড়েছিল কিকরে মৃত্যুভয়হীন রাত্রি জেগেছিল মাদ্রিদ , ফ্যাসিস্টদের চোখের ওপর চোখ রেখে - মৃত্যুভয়হীন !
এইসব মৃত্যুর পর মৃত্যু নিয়ে অবিচল মাটি মহান হয়ে থাকে আর  ফ্যাসিস্টরা বারবার পৃথিবীতে আসে সংগ্রামী সাহসী মানুষের ক্ষমতা যুঝে নিতে শুধু। 
যারা সুন্দর ফুল ভালবাসে , যারা পৃথিবীতে জন্মের মত সুন্দর সদ্যজাতের চোখে মুক্তির স্বপ্ন দেখে , বিভীষিকার দিনে যারা স্বপ্নদিনের গান গায় , সেইসব মানুষেরা দুর্বল নয় , দুর্বল হতে পারেনা !

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন