শনিবার, ১১ জুন, ২০১৬

ঈবলিশ মিঞা'র প্রলাপ


মাস্টার আমারে পাগল খুঁইজ্যা দিবা ?

মরণ দিনের মত আগলায় রাখুম 
ফাটাফাটা দহলা পার করি আসি যদি ভাত চায়
তারে ভাত দিমু - দহর কালা জলে মেঘ উঠি গেলে
সাজি মাটি দিয়া তার গতরে আঁকায়ে নিবো পাথর-যুগের মাশরুম

আন্ধারের মত মুখখান – পিঁয়াজের ওম ঠোটে ঠোটে ঘোরে
বিরিঞ্চি বটতলা কতক পুরান সাল , 
পুরান দিনের আশ
আমরা মিছা কথা কই
অগাস্ট মাসের পড়া ব্যালা তার হাতের তালুর ভাপ ওঠে কাউনের ক্ষেতের মায়ায়
অগাস্ট মাসের পড়া ব্যালা তার
চোখে
চোখে
ঘরছাড়া উচাটন

আমরা মিছা কথা কই ঈবলিশ মিয়াঁ
মিছা আদর করি , 
এক শরীর থাকি আরেক
খেই হারাই
অচিন গ্রীবাদেশ 
আরও গভীর উৎরাই অন্ধকার উপত্যকা
কারে খুঁজি
মিছা খুঁজি !


 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন