শনিবার, ১ জুলাই, ২০১৭

কথন


আমি মানুষের বয়স্ক গাছ হওয়ার কথা বলব
প্রাচীন বীজের অতীন্দ্রিয় জন্মলগ্নের কথা বলব ;
আদিম
শ্রবণা নক্ষত্রের মত কাতর ও সকরুণ
ভাঙ্গা হাট শেষে বসে থাকা
প্রস্তর যুগের এক ব্যাপারীর কথা বলব ।

আমি মানুষের শুঁয়োপোকা হওয়ার গল্প বলব 
এক মৌসুমিদেশে গৃহযুদ্ধকালীন নষ্ট গুটিবাগিচার কথন শোনাবো
মৃতদেহের গন্ধের মত তীব্র রৌদ্রদিনে নিঃস্ব গ্রামদেশ
শোকাতুর ধানক্ষেত জুড়ে পুরুষ কাকতাড়ুয়ার কথা বলব ;

বিনয়ী
বিশ্বাসঘাতকের মত রিক্ত 
শস্যদানার স্মৃতিধংসের কথা
আমাদের জলজ আখ্যান 
যুদ্ধদেশের সহজাতবোধ
গানহীন বিগত বৃষ্টিশতক 
এইসবকিছু আমি বলব

অতঃপর
আমি মানুষের ব্যাপারী হয়ে ওঠার গল্প বলব
আমি একটি আত্মহত্যাপ্রবণ বনভূমির কথা বলব 
একটি আত্মহত্যাপ্রবণ প্রজাতির কথা বলব ।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন