রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

খিরকিন লোড়চা


এখানে ভরা সময়ের গান নেই আর
মত্ত মানুষের দল হিজিবিজি খেলে কাটাকুটি খেলে ,
দারুন প্রগলভ কোন দিনে
তোমার তোমার মতন উচ্ছাসে , হুল্লোড়ে
খাদকের নমনীয় মাংসপিণ্ডে প্রেমহীন সময়ে 
দয়াপরবশহীন রাষ্ট্রযন্ত্র অঙ্গদর্শন-ভনিতায়
তোমার চোখের ওপর তাকিয়ে ভয় পাবে
এখানে শূন্য শতকের রাত্রিদিন
আবার মহল্লায় মহল্লায় ছেড়ে ছেড়ে যাওয়া
ভেঙ্গে ভেঙ্গে যাওয়া ক্ষত বিক্ষত আস্বাশ পৃথিবীর বিনীত নরম বালির ওপর একসাথে হাঁটবে - 

কাঁদবে প্রবল শ্লাঘাহীনতায় ;
খিরকিন লোড়চা - কবেকার খিরকিন লোড়চা'রা
ইতিহাস তোমাদের মনে রেখে যাবে ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন