রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

সুদিন কাছে এসো .

১.
রাস্তাজুড়ে  প্রহরীর মতন  সারি সারি হোর্ডিং  আর রং বেরঙের  আলোয় 
শারদীয় জনতা  ঘরে ফেরে 
ভোরে।
বনের পাখির ডাক  ফুটপাথ  এর গাছে - ট্রামের তারে -
পুরনো বারান্দার ভাঙ্গা রেলিং -এ  - 
আর ট্রাফিক সিগনাল এ -
যে  শিশু  আজও রাতে অভুক্ত ,
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরেছে 
পথপাশে  -
কুঞ্চিত চর্ম কঙ্কালসার বৃদ্ধের কপালে যে ঘাম জমে ওঠে 
আর আস্তাকুঁড়ে - নর্দমায় - গুটি  মেরে বসা লোমহীন কুকুরের 
গন্ধের  সাথে মিশে যাওয়া নিশ্বাস তার 
ম্যাডক্স -এর আলো - দেশপ্রিয়র অম্লান রোশনাই ছাড়িয়ে যায় -
হাই তোলা - ঘুমচোখে বেলুনওয়ালা  -
ভেপু তার বিক্কিরি  হয়নি  সব  তাই  জনতার ভিড়ে ভেপুর ব্যাপারী 
নতুন কিছু খোঁজে ।

২.
তারপর ,
প্রত্যেকটা অভুক্ত জঠর 
প্রত্যেকটা ক্লান্ত শরীর 
প্রত্যেকটা উত্সবহীন  নশ্বর দেহ 
"মহানগর , আমি পরাজিত "  - বলতে চেয়েও 
"তোমার শহর , আমার শহর " - এর কোলাহল ছাড়িয়ে 
আরেকটা বৃহৎ উত্সবের স্বপ্ন দ্যাখে ;
আর সেই গান মুখরিত হয় 
প্রত্যেকটা একক ফুটপাথে -
অন্ধকার গলির বিড়ির ধোঁয়া আর কাশিতে -
একবিংশের প্রত্যেক উদ্বাস্তু-অভুক্ত জনতার হৃদয়ে ,
"সুদিন কাছে এসো   ...." !

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন