মঙ্গলবার, ১৯ মে, ২০১৫

১৯শে , তোমাকে

সেদিনও নিথর রাত্রি শেষে
ঘরে ঘরে 
সমস্ত নিস্প্রভঃ কাছাড়ে 
হাঁড়ি ওঠে নাই 
শিশু কাঁদে নাই আর ;
শিলচর দহ-পাড় শুনশান 
পশ্চিমা বারিষণ মেঘের মতন , ধীরে ,
মুঠোবাঁধা হাত 
তটস্থ চোয়াল দৃঢ় তবু ;
মহল্লার প্রশান্ত জনতা স্থিরচক্ষে 
রাজপথে উদবেলিত হল - 
বরাকের গাঢ়তম মাদারের রঙ !
বঙ্গদেশে আরেকটা শিশু জন্মালে যারা বিস্মৃত থেকে যাবে ,
দীনতার দিন কবিতা অদ্য উনিশের হউক ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন